বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত দুটি সাংবাদিক সংগঠন—বদলগাছী সাংবাদিক সংস্থা ও বদলগাছী মডেল প্রেস ক্লাব—একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে “বদলগাছী উপজেলা প্রেসক্লাব” গঠন করেছে। সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর)২০২৫ বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ফেরদৌস হোসেন এবং সহ-সভাপতি পদে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশিক হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোঃ লিটন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ ফিরোজ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ফরহাদ হোসেন (১), মোঃ রুহুল আমীন (২) ও মোঃ ফিরোজ হোসেন (৩) নির্বাচিত হন।
নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করতে পেরে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জানান, ঐক্যবদ্ধ এই প্রেসক্লাব বদলগাছী উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুসংহতকরণ এবং সাংবাদিকতার স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

