ঢাকাThursday , 7 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।

    দেশ চ্যানেল
    November 7, 2024 12:26 pm
    Link Copied!

    আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

    সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। ১৯৭৫ সালের এদিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। গতকাল (৭ই নভেম্বর ২০২৪)বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন দল কর্মসূচি পালন করে। বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে রৌমারী বিএনপির দলীয় কার্যালয় হতে খন্ড খন্ড মিছিল বেড় হয়ে উপজেলার প্র্ধান প্র্ধান সড়ক প্র্দক্ষিণ শেষে উপজেলা বিএনপির মিছিলটি রৌমারী শহীদ মিনার পাদদেশে উপস্থিত হয়ে ৭ নভেম্বর সংহতি বিপ্লব দিবস উপলক্ষে বক্তব্য রাখেন , আলহাজ্জ আজিজুর বহমান( সাবেক চেয়ারম্যান) সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রৌমারী উপজেলা শাখা , মোস্তাফিজুর রহমান রনজু সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রৌমারী উপজেলা শাখা, একই সাথে রৌমারী উপজেলা ষুবদলের আয়োজনে ও উপজেলা যুবদলের আহবায়ক মন্জুরুল ইসলাম( মুঞ্জ) ও সদস্য সচিব মশিউর রহমান পলাশের নেতৃত্ব একটি পৃথক বিশাল মিছিল উপজেলার প্র্ধান প্র্ধান সড়ক প্র্দক্ষিণ শেষে রৌমারী শাপলা চত্তরে সমবেত হয়ে পথ সভা করেন। এ সময় বক্তব্য রাখেন, মন্জুরুল ইসলাম আহবায়ক রৌমারী উপজেলা যুবদল,মশিউর রহমান পলাশ সদস্য সচিব রৌমারী উপজেলা যুবদলসহ সকল নেতৃত্ববৃন্ধ । বক্তব্যে বলেন,

    দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বাণীতে তারেক রহমান বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার করেন । তাই ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয় অনাচার, রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন ও সার্বভৌমত্বকে দুর্বল করে আধিপত্যবাদের থাবার মধ্যে দেশকে ঠেলে দেয়। শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ড শুরু করে। সেজন্য মানুষের বাক-ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। শুরু হয় নির্মম একদলীয় দুঃশাসন। দেশে নেমে আসে অশান্তি ও হতাশার কালো ছায়া। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলোকে হরণ করে।

    তাই ৭ই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST