মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে হাজারো আশেকান-ভক্ত ও মুরিদান অংশ নেন।
জশনে জুলুসের নেতৃত্ব দেন, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা পীর সৈয়দ জুবায়ের কামাল সাহেব ও সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেবের উদ্যোগে শোভাযাত্রায় অংশ নিয়ে ভক্তবৃন্দ রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং মিলাদুন্নবীর মহিমা তুলে ধরেন।
শোভাযাত্রা শেষে ছাতিয়াইন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মাহফিল, মিলাদ, কিয়াম, জিকির ও বিশেষ দোয়া। শেষে উপস্থিত আশেক ও মুরিদানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুস সম্পন্ন হয়েছে। এতে মাধবপুরসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা যোগ দেন।