ঢাকাMonday , 14 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ওএস কর্পোরেশনের প্রায় ১২ লক্ষ টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ।

দেশ চ্যানেল
April 14, 2025 9:16 am
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভূগরইল মোড়ের ও এস কর্পোরেশন হইতে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ হয়েছে ওএস কর্পোরেশনের সাবেক ম্যানেজার মোঃ মোতালেব হোসেন ও অনিক আহমেদ রনি সহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে শাহমখদুম থানায় । অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের মূল মালিক হুমায়ুন কবিরের নিকট হইতে জেলা রাজশাহীর নোটারি পাবলিকের কার্যালয়ে বিক্রয়নামা দলিলের মাধ্যমে নারগিস আক্তারের কাছে দোকানটি বিক্রি করেন।

হুমায়ুন কবির ঢাকায় অবস্থান করায় তার ম্যানেজার মোঃ মোতালেব হোসেনকে নারগিস আক্তারকে দোকানের মালামাল সহ চাবি বুঝিয়া দিতে নির্দেশ দেন। দোকান বুঝিয়ে না দিয়ে মোতালেব দোকানে থাকা রড,সিমেন্ট,দরজা সহ সেনেটারী ও ইলেকট্রনিক্সের সকল মালামাল সহযোগী রনি ও তাদের দলবল দফায় দফায় ট্রাকে করে চুরি করে।

সরেজমিনে একাধিক প্রত্যক্ষ দর্শী জানান, দোকানের মালিকানা পরিবর্তনের দিন রাত থেকে কয়েক দফায় ট্রাকে করে মালামাল সরানো হয়েছে। কি মালামাল জানতে চাইলে তারা বলেন,রড, সিমেন্ট,দরজা সহ সকল প্রকার সেনেটারি, হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স এর মালামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রতিদিন মালামাল আসে ও ডেলিভারি হয় আমরা ভেবেছিলাম ডেলিভারি হচ্ছে। নারগিস আসার পর জানলাম দোকান সে কিনেছে । তাহলে মালামাল চুরি করেছে মোতালেব । আমরা মোতালেব ও রনিকে চিনি তাদের সাথে ৪-৫ জন ছিল তাদেরকে চিনি না।

অভিযোগ প্রসঙ্গে জানতে মোতালেব এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নওদাপাড়া এলাকার শাওন ও স্বপ্ন নামের ব্যক্তি তাকে জিম্মি করে সকল মালামাল লুট করে। সেই লুটের ভিডিও তার মোবাইলে ধারণ করা আছে। দোকানের চাবি বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন আমার চাবি নিয়ে নতুন তালা লাগিয়েছে । যার চাবি শাওন ও স্বপ্নের কাছে আছে।

এই সম্পর্কে জানতে নারগিস আক্তারের সাথে সাক্ষাতে কথা হলে তিনি বলেন, আমি ২৯ লক্ষ টাকায় দোকান কিনেছি দোকানের মালামাল ও জামানতের টাকা সহ। দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল । যা মোতালেব ও রনি তাদের দলবল নিয়ে চুরি করে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত। দোকান খুলতে না পারলে মাসিক ১২ হাজার টাকা দোকান ভাড়া দিবো কি করে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। গত ২৭.০৩.২০২৫ ইং তারিখে শাহমখদুম থানায় অভিযোগ করলে সকল তথ্য থানায় উপস্থাপন করলেও চুরির মামলা রেকর্ড হয়নি শাহ মখদুম থানায়।

তদন্ত কর্মকর্তা এস আই জাহিন ও এ এস আই সুবাস জানান, প্রাথমিক ভাবে দোকান চুরির সত্যতা পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দোকান চুরির বিষয়ে জানতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জনাব, মাশরুমা মুস্তারির সাথে কথা হলে তিনি বলেন, দোকান চুরির অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক এস আই জাহিন ও পরের দিন এএসাই সুবাশ এর নেতৃত্বে দুই টিম‌ পাঠিয়েছিলাম সত্যতা পেয়েছি । দোকান চুরির বিষয়ে আমার উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে দুই পক্ষকে। নির্দিষ্ট সময় শেষে মামলা রেকর্ড হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST