মশিউর রহমান সুমন
রাজধানীর পল্লবী থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডজনখানেক মাদক মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জাকির হোসেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি পল্লবী এলাকায় সমালোচনার ঝড় বইছে। চার্জশিটভুক্ত এ আসামি দলবল নিয়ে থানায় উপস্থিত হয়ে পরিদর্শক (ওসি) অপূর্ব হাসানের কক্ষে ঢুকে এ ফুলেল শুভেচ্ছা জানান। পরে আসামি ফেসবুকে এ ছবি পোস্ট করেন। থানার ওসি ও এ চিহ্নিত অপরাধীর মধ্যে এমন মধুর সখ্য দেখে এলাকাজুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।
জাকির পোস্টের ক্যাপশনে লেখেন, পুলিশ বাহিনীর জনপ্রিয় অফিসার, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্লবী থানার ওসি অপূর্ব হাসান ভাইয়ের জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন। লেখার শেষে কয়েকটি লাভ ইমোজিও দেন এ মাদক ব্যবসায়ী। জাকির পল্লবী থানা পুলিশের তালিকায় একজন শীর্ষ মাদক ব্যবসায়ী, ত্রাস ও সন্ত্রাস সৃষ্টিকারী। মাদক মামলার পাশাপাশি তার বিরুদ্ধে বিস্ফোরক আইনেও একাধিক মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন জাকির। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা গ্রামে। দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর এলাকার-১২ (ব্লক-প, উত্তর কালশী) পল্লবীতে বসবাস করছেন তিনি। জাকির ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।