মো: মুন্না আলী ( রাজশাহী)
হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখে যাও মোদের দূর্দশা তুমি থাকলে থাকতো মনে আশা।
তুমি থাকলে মোদের দেশে পড়তো না হাহাকার যুদ্ধ করতে পারিনি বলে কেউ বলতো না মোদের রাজাকার।
তুমি দেখে যাও তুমি দেখে যাও তোমার স্বাধীন দেশে শুরু হয়েছে আবারও মৃত্যুর খেলা। শুরু হয়েছে সাধারণ জনতার আবহেলা।
মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে না হয়ে, পাইনি কোন দাম এখোন শুনতে হচ্ছে রাজাকার নাকি মোদের নাম।
তোমার রেখে যাওয়া সবুজ শ্যামল বাংলাদেশ হানাহানি খুনাখুনিতে সব শেষ।
এটাই মোদের বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ।