মোঃ তুষার আহমেদ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গার কোল ঘেঁষে নদীটির নাম গাঢ়ুদহ নদী। এক সময়ে সলঙ্গা হাটে দূর দুরান্ত হতে পাট ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীরা কেনাবেচার জন্য বড় বড় পাল তোলা নৌকা নিয়ে আসতো সলঙ্গা হাটে। স্থানীয়দের অবৈধ দখল আর দূষণের কবলে বর্তমানে নদীটির ঐতিহ্য হারাতে বসেছে। নদীর দু’পাড়ে অবৈধ স্থাপনা,দোকানপাট গড়ে উঠায় এবং সলঙ্গা হাটের অব্যবহৃত ময়লা আবর্জনা,বর্জ ইচ্ছেমত নদীতে ফেলায় দিন দিন নদীটি প্রায় মৃত হয়ে আসছে। এ বছর আবার পুরো নদীতে ভরে উঠেছে বিষাদের কচুরি পানা আর আগাছার রাজত্ব। প্রতি বছর বর্ষার পানি এলে শুরু হয় গ্রাম বাংলার প্রাণের উৎসব নৌকা বাইচ।পানি কমতে থাকলে নদীর দু’ধারে কাটাখরা,বড়শিসহ বিভিন্ন ভাবে মাছ ধরার উৎসবে মেতে উঠতো অনেকেই।বিকেল হলেই সলঙ্গা বাজারের সুইচ গেট,নতুন ব্রীজ,গোজা পালপাড়া ও বওলাতলা এলাকায় বিনোদন প্রেমীরা বসে একটু সময় কাটাতো। তাই নদীতে বিষাদের কচুরি পানা সলঙ্গাবাসীর কাছে হতাশায় পরিনত হয়েছিল।নদীটির নিস্ক্রিয়তায় আর সচেতনদের নীরবতায় দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আবারো ভরে ওঠে নদীটি।আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে ও স্থানীয় সৌখিন মৌসুমী মৎস্য শিকারীদের নিজস্ব উদ্যোগে গত কয়েক দিনের পরিশ্রমে অপসারণ হয় নদীতে জমে থাকা কচুরি পানা। বিষাদের কচুরি পানা,আবর্জনা দূর হওয়ায় খুশি সলঙ্গাবাসী