ঢাকাWednesday , 2 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় শ্রেণিকক্ষের অভাবে গাছতলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান।

দেশ চ্যানেল
October 2, 2024 10:39 am
Link Copied!

সালাউদ্দীন,কয়রা (খুলনা)

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষের অভাবে বিদ্যালয়ের মাঠের গাছতলায় শ্রেণিকক্ষের পাঠদান করা হচ্ছে।এতে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাঁধার সৃষ্টি হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ।ভাল ফলাফলের জন্য ২০২৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ স্কুলের গৌরব অর্জন করে।

 

সরোজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায় বিদ্যালয়টিতে ৪৮৮ জন শিক্ষার্থী অধ্যায়ন করে। বিদ্যালয়ে সাতটি কক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুটি কক্ষ।শ্রেণি কক্ষ না থাকায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে আঙিনায় নিচু টিনের নড়বড়ে অস্থায়ীভাবে ঘর বানিয়ে অসহ্য গরমে শিক্ষার্থীদের পাঠদান চলছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় বসে পাঠদান করতে হয়। কয়রা -খুলনা সড়কের পাশে বিদ্যালয়টি হওয়ায় উচ্চ শব্দের কারণে আমরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারি না।

বিদ্যালয়ের পাশের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, কয়রা উপজেলার মধ্যে পড়াশুনা ও খেলাধুলায় সেরা বিদ্যালয়টি। বিদ্যালয়ে নতুন ভবন প্রয়োজন। কর্তৃপক্ষের কাছে দাবি জানাই,একটি নতুন ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরে আনার ব্যবস্থা করা হোক।

 

এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান কয়রা সাংবাদিক ফোরাম কে বলেন, শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে খুবই অসুবিধা হচ্ছে। ১৯৫৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ১২৭ জন বৃত্তি প্রাপ্ত হয়। এমনি ক্রীড়া প্রতিযোগিতার আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, শ্রেণিকক্ষ সংকটে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে বিষয়টি আমি জেনেছি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অচিরেই সমস্যার সমাধান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST