ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

করটিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
December 25, 2023 1:53 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনের নৌকার মাঝি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনকে বিজয়ী করতে করটিয়ায় এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার বিকালে সা’দত বাজার মাঠে করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পরে কর্মীসভা জনসভায় রূপ নেয়।

করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত( নৌকা প্রতীকের) প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।

প্রধান অতিথির বক্তব্যে নৌকার মাঝি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, দেশের উন্নয়ন অব্যহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, করটিয়া ইউনিয়নের এমন কোন বাড়ি নেই যে ছাত্র রাজনীতি করার সময় আমি ভাত খাই নাই। করটিয়ার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ
আমাকে এবং নৌকা ভোট দিবে,আপনারা শুধু সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন,প্রচার ও প্রকাশপ্রকাশনা সম্পাদক পলু,
জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি সা’দত কলেজের সাবেক জিএস  কামরুজ্জামান রিপন, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শফিউল আজম বাতেন,
করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শিবলু চৌধুরী, সরকারি সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারীসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদকগণ।এছাড়াও আওয়ামী লীগের ভাতৃপ্রতীম অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST