রাসেল কবির, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানার ১নং আন্দারমানিক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাজিরহাট থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত লিটন দীর্ঘদিন ধরে কাজিরহাট থানা ও আন্দারমানিক ইউনিয়নের আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ধারাবাহিকতায় তাকে আটক করে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, কয়েক মাস আগে লতা ইউনিয়নের তৎকালীন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শাহীনকে সন্ত্রাসীরা রাতের আঁধারে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনায় গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। এ সংক্রান্ত বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন হিসেবে লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বলেন,“অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

