রাসেল কবির// কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধবরায় গ্রামে ৪ নং ওয়ার্ডে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে হুমায়ুন হাওলাদার ও নয়ন হাওলাদার কে গাজা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়।কাজিরহাট থানা ভাসানচর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে উকিল বাড়ির সামনে পাকা রাস্তার উপরে। মাদক বেচাকেনা করতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সংবাদ পেলে। কাজিরহাট থানার এস আই হৃদয় চাকলাদার কে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ দেন। এস আই হৃদয় চাকলাদার দ্রুত ঘটনা স্থলে গেলে মাদক কারবারি হুমায়ুন হাওলাদার তাহার সহযোগী নয়ন হাওলাদার দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে আটক করে। হুমায়ূন হাওলাদার ও নয়ন হাওলাদার কে জনসম্মুখে তাদের দেহ তল্লাশি করেন। নয়ন হাওলাদারের ছেলে হুমায়ূন হাওলাদার (২২)তাহার পকেটে একটি সাদা কাগজে পোটলাতে ১০ গ্রাম গাজা এবং একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদক দ্রাব্য ৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উপস্থিত সাক্ষী গণের সামনে। গাঁজা ইয়াবা জব্দ করে। আসামিদের কে থানায় নিয়ে আসেন। অতঃপর এস আই হৃদয় চাকলাদার বাদি হয়ে কাজিরহাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এলাকার সূত্রে জানা যায়। । এ ব্যাপারে কথা হয়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান কাজিরহাট থানা কে আমি একটি মাদকমুক্ত এলাকা করতে চাই। মাদকের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে। এবং মাদক কারবারিদের কোন ছাড় দেওয়া হবে না।