রাসেল কবির- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা গজারিয়া নদীতে আসাধু জেলেরা সরকারি নিয়ম নীতি অমান্য করে নদীতে মা ইলিশ ধরার মহৎসব দেখা গেছে। ১২ই অক্টোবর রোজ রবিবার বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে। নদীতে অভিযান পরিচালন নৌ পুলিশ টিম
দেখে জেলেদের কাছে গেলে আসাধু জেলেরা হামলার চেষ্টা চালায় কাজিরহাট থানার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নের জেলেরা। অবশেষে নৌ পুলিশ টিম নিজেদের আত্মরক্ষার জন্য ফিরে আসে। সূত্রে জানা গেছে জেলেদের সংখ্যা ছিল প্রায় ৫০ জনের উপরে। সচেতন মহল জানায় নিষেধাজ থাকার পরেও যে সমস্ত জেলে নদীতে মাছ ধরতে নামবে তাদের প্রতি কঠোর আইনি ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অপরদিকে নৌ পুলিশ উপর হামলা চেষ্টা কারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর পদক্ষেপ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন।