রাসেল কবির, কাজিরহাট থানা প্রতিনিধি
কাজিরহাট থানা আন্দার মানিক ইউনিয়নে খাবারের ভিতরে কীটনাশক প্রয়োগ করে পরিবারের লোকজনদেরকে হত্যা করার চেষ্টা । থানা সূত্রে জানা যায় গত ২৯ সেপ্টেম্বর আনুমানিক রাত্র ৮:৩০ মিনিটে এসআই/মজিবুর রহমান ঘটনার সংবাদ জানতে পেরে সঙ্গীয় ফোর্স সহ ফোর্সসহ কাজিরহাট থানাধীন ০১নং আন্ধারমানিক ইউ/পি এর আন্ধারমানিক গুলেরহাট সাকিনের হাওলাদার বাড়িতে উপস্থিত হইয়া জানতে পারে , মাইদুল হাওলাদারের স্ত্রী রাবেয়া(২৮),পিতা-শামসুল সরদার,সাং-আন্ধারমানিক গুলেরহাট,থানা- কাজিরহাট জেলা বরিশাল ইং ২৯/০৯/২৫খ্রি: দুপুর অনুমান ১.৪৫ ঘটিকায় একই পরিবারের তার দেবর সরোয়ার হাওলাদার,পিতা-ফজলুল হাওলাদার,সাং-আন্ধারমানিক গুলেরহাট,থানা-কাজিরহাট জেলা বরিশাল এর বসত-ঘরের খাবার পানি ও রান্না করা ডালে পানের বরে ব্যবহারের ক্যারেটার(উপস্থিত স্থানীয়দের ভাষ্যমতে) জাতীয় কিটনাশক প্রয়োগ করেন।পরে সরোয়ার হাওলাদারের স্ত্রী ডালিয়া তার ছেলেকে পানি খাওয়াতে গেলে তীব্র ঘ্রানে পানিতে কিছু আছে বুঝতে পেরে তার ছেলেকে পানি পান করাতে বিরত হন এবং স্থানীয় লোকজনদের সাথে এ বিষয়ে পরামর্শ করেন।পরবর্তীতে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে মাইদুল হাওলাদারের স্ত্রী রাবেয়া খাবার পানি ও ডালে কীটনাশক প্রয়োগের কথা স্বীকার করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ বিষয় কথা হয়। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। সে জানায় ঘটনা স্থলে এস আই মুজিবর কে পাঠিয়েছি। ঘটনা সত্যতা পাওয়া গিয়েছে। বাদী অভিযোগ করলে আমরা আমি যত ব্যবস্থা নিব।