মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দলের তৃণমূলের একঝাঁক নেতা-কর্মী যোগ দিলেন বিএনপিতে। বরিশাল জেলার মেহান্দিকগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আন্দারমানিক ইউনিয়নের কৃষক লীগ নেতা আবুল কালাম মীর ও সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন-এর হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এই ঐক্য আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। যোগদানকারীরা জানান, তারা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে দেশ ও দেশের মানুষের কল্যানে এক সাথে কাজ করে যাবেন।

