ঢাকাWednesday , 8 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে ১০ বছরের শিশু সংসার পরিচালনায় অর্থ উপার্জনে ভ্যান গাড়ি চালাচ্ছে।

দেশ চ্যানেল
October 8, 2025 4:45 pm
Link Copied!

রাসেল কবির//মোগো সংসার মুই চালাই। ভ্যান গাড়ি চালিয়ে মোর বাবার অসুখ। এমন কথা জানিয়েছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা লতা ইউনিয়নের উদয়পুর গ্রামের কাঞ্চন মেলকারের ছোট ছেলে ইমন মেলকার। সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে। কাঞ্চন মেলকার মাদারীপুর জেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর পূর্বে কাজিরহাট থানার লতা ইউনিয়নের উদয়পুর গ্রামে তালুকদার বাড়ি জমির উপর ঘর উঠিয়ে বসবাস করছে। সংসারে ৩ ছেলের মধ্যে বড় ছেলে ঢাকা পুলিশের সোর্স হিসেবে কাজ করে। মেজো ছেলে ভাসনচর ইউনিয়নে ইউনিয়নে কর্ম করে। ছোট ছেলে কাজিরহাট এলাকায় ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করছে। প্রধান কর্তা বিভিন্ন রোগে আক্রান্ত। এলাকাবাসী সূত্রে জানিয়েছে ইমন মেলকার এই বয়সে শিশুর হাতে কলম খাতা এর পরিবর্তে ভ্যান গাড়ি চাকা ঘুরিয়ে অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করতে বাধ্য হচ্ছে। ইমন মেলকার তাদের সংসার জীবনী বিষয় আরো জানতে চাইলে সে জানায় আমার এই সংসার চালাতে হয়। দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করি। প্রতিদিন সকাল বেলা ভ্যান গাড়ি নিয়ে কাজিরহাট ব্রিজের নিচে বসে থাকি এখান থেকে বিভিন্ন স্থানে ভ্যান গাড়ি নিয়ে যাত্রীদের বসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকার বিনিময় দিয়ে আসি। সচেতন মহল বলছে শিশু শ্রম আইনে লঙ্গন অধিকার হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST