রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এসআই (নিঃ) হৃদয় চাকলাদার তার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়েছেন।
কাজিরহাট থানার ১৫নং আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ ৫নং ওয়ার্ডে অবস্থিত মোঃ নেছার উদ্দিন ফকিরের বাড়ির উঠানে।
এই অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ নেছার ফকির (৬০), পিতা- মৃত গয়েজ উদ্দিন ফকির, গ্রাম- কাদিরাবাদ, কাজিরহাট।মোঃ রাশেদ খান (৩১), পিতা- মোঃ হারুন খান, গ্রাম- বামনের চর, থানা- মেহেন্দিগঞ্জ।আব্দুল মান্নান সরদার (৩৮), পিতা- আঃ রহিম সরদার, গ্রাম- আন্ধারমানিক, থানা- কাজিরহাট।
কাজিরহাট থানার মামলা নং ০৯ তাং-২১/০৯/২৫ ধারা: ২০১৮ সালের মাদক দ্রব্য আইনেন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হইয়াছে। আসামীরা চিন্হিত মাদক ব্যবসাযী বলে জানিয়েছেন পুলিশ।এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান কাজির হাট থানা মাদকমুক্ত এলাকা গড়তে চাই। এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।