রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ভূ গর্বে কাজিরহাট বাজার ও একতা ডিগ্রী কলেজ মূল ফটকের সামনে দীর্ঘ বছর যাবত জন দুর্ভোগ এলাকাবাসীর। এই ব্রিজ খালের ভিতরে হেলে পড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে ব্রিজের মধ্যস্থানে বড় আকার ভেঙে পড়ছে। দেখার মত কেউ নেই। সূত্রে জানাগেছে, এই ব্রিজের সামনে রয়েছে একতা ডিগ্রী কলেজ অপর প্রান্তে কাজিরহাট বাজার। এছাড়া দু পাশে রাস্তা দিয়ে লোকজন এসে ব্রিজের উপর দিয়ে পার হয়ে কাজিরহাট বাজারসহ কাজিরহাট থানা এমনকি বিভিন্ন গন্তব্য স্থানে যেতে হয়। এমনকি এই ব্রিজের উপর দিয়ে কোন প্রকারে ছোট বড় যানবাহন চলাচল করতে পারেনা। বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা পার হয়ে কলেজে প্রবেশ করতে হয়। এতে রয়েছে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা। যেকোনো সময় খালের মধ্যে পড়ে যেতে পারে ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। এই ব্রিজ অতি দ্রুত সংস্কার করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে লতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার এর সাথে কথা হলে তিনি জানায়। বহুদিন ধরে এই ব্রিজ সংস্কারের উদ্বেগ কেউ নিচ্ছে না। ইতিপূর্বে আমি একাধিকবার পরিষদে প্রকাশ করেছি। কাজিরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হীরা জানায়। এই সমিতিতে কোন ধরনের ফান্ড নেই যদি থাকতো জনস্বার্থ হিসাব করে আমি সমিতির পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নিতাম। লতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম হাওলাদের সাথে কথা হলে তিনি জানায়। এই ব্রিজ হেলে পড়ার আশঙ্কা রয়েছে এছাড়া বড় ধরনের দুর্ঘটনা ঘটবে কিন্তু অচিরেই সংস্কার করা একান্ত প্রয়োজন। এছাড়া জনস্বার্থে ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতিদ্রুত বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো।

