রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানাধীন পশ্চিম রতনপুর কাটাখালি এলাকার প্রধান সড়কটি সংস্কারের এক বছর পার হতে না হতেই ধসে খালের মধ্যে বিলীন হয়ে গেছে। সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় মজবুত করে সড়কটি নির্মাণের কথা থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আশার আলো থেকে চরম হতাশা “”স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে জরাজীর্ণ থাকা এই ইটের সড়কটি সংস্কারের কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সম্পূর্ণ সিসি ঢালাই করে টেকসইভাবে নির্মাণের পরিকল্পনা ছিল। খালের পাশ দিয়ে যাওয়া ঝুকিপূর্ণ স্থানগুলোতে পাইলিং করার কথা থাকলেও অভিযোগ উঠেছে যে, ঠিকাদারী প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করেছে।
গ্রামবাসীদের অভিযোগ, কাজ চলাকালীন সময়ে সিমেন্ট ও বালুর পরিমাপে ব্যাপক কারচুপি করা হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এই কাজ ২০২৪ সালের শুরুর দিকে শেষ হয়। কিন্তু উদ্বোধনের কয়েক মাস না যেতেই ২০২৪ সালের মাঝামাঝি থেকে রাস্তাটি ভাঙতে শুরু করে।
বর্তমানে ২০২৫ সালের শেষ নাগাদ দেখা যাচ্ছে, পুরো রাস্তার বিভিন্ন অংশে ফাটল ধরে খালের পেটে চলে গেছে। রাস্তার সিসি ঢালাই উঠে গিয়ে ভেতরের খোয়া বেরিয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বড় কোনো যান চলাচল তো দূরের কথা, এখন ভ্যান বা মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এলাকার ক্ষুব্ধ জনতা জানান:”আমরা ভেবেছিলাম এই পাকা রাস্তার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। কিন্তু এক বছরও শান্তিতে চলতে পারলাম না। কোনো বড় গাড়ি চলতে ভীষণ সমস্যা এবং যেকোনো মুহূর্তে গাড়ি চলাকালীন হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর একটাই দাবি যাতে প্রধান সড়কের কাজটি দ্রুত সংস্কার হয়।

