মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নে ২৮ জানুয়ারি রাত্র ৭ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ -হিজলা- কাজিরহাট আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সাবেক পৌর মেয়র ও রফিকুল ইসলাম লাবু, বরিশাল জেলার কৃষক দলের আহ্বায়ক নলি জামাল হোসেন ২নং লতা ইউনিয়নের বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির,শাহীন। সহ-সভাপতি কালাম শরীফ , সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু , সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, বিএনপি’র নেতা বাহাউদ্দিন হাওলাদার,কাজিরহাট, থানা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল, কবির , মুলাদী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, মেহেন্দিগঞ্জ , হিজলা ও কাজির হাট আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রাজীব আহসান বক্তব্যর মাধ্যমে নির্বাচনী দিক নির্দেশনা দেন এবং সকল মানুষের কাছে একটি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান, বিএনপি’র মনোনীত প্রার্থী রাজীব আহসান কাজিরহাট থানার উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন। এবং তিনি নির্বাচিত হলে কাজির হাট থানা কে একটি উপজেলায় রূপান্তিত করবে বলে আশ্বাস দেন।

