ঢাকাTuesday , 20 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাট-সিকদারহাট রাস্তা ধসে পড়ছে জনপ্রতিনিধিদের নজরে আসছে না। দুর্ভোগ জনসাধারণের।

দেশ চ্যানেল
January 20, 2026 1:07 am
Link Copied!

মেহন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্তর্গত ৫নং ওয়ার্ড আসলি সন্তোষপুর এলাকায় এক সময়ের ব্যস্ততম প্রধান রাস্তা এখন সাধারণ মানুষের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। কাজিরহাট বাজার থেকে সিকদার হাট বাজার পর্যন্ত প্রায় ২কি:মি:। এলাকাবাসীর অভিযোগ রয়েছে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও এখন দায় হয়ে পড়েছে।

ভাঙনে বিলীন হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তা অর্ধেকের বেশি অংশ ভেঙে খালে বিলীন হয়ে গেছে। রাস্তার ধসের কারণে সংকীর্ণ দশার কারণে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান গাড়ি অটোরিকশা সহ জনসাধারণ চলাচল করতে পারছে না। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তার ওপর জঙ্গল হয়ে পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে।

বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা: এলাকার স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে দৈনিক শত শত লোকজন আসা যাওয়ার মাধ্যম। স্থানীয় অভিযোগ তুলে জানায় কয়েক বছর ধরে সংস্কার কাজ হয়নি। রাস্তার বেহাল দশায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের যাতায়াত সম্পূর্ণ বন্ধের পথে।

জনপ্রতিনিধিদের উদাসীনতার অভিযোগ: স্থানীয় জনগণের দাবি এই রাস্তা নির্মাণের জন্য সরকারি কোনো বরাদ্দ বাজেট হয় কিনা তাদের জানা নেই। কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরাও রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এলাকাবাসীর সিকদারহাট বাসিন্দা মাহমুদ চৌকিদার বলে উন্নয়নের রোল মডেল শুনি বাস্তবে দেখিনা। সন্তোষপুর গ্রামের মনির সরদার বলেন ইতিপূর্বে একাধিকবার লতা ইউপি চেয়ারম্যানের নিকট রাস্তার সংস্কারের ব্যাপারে দাবি জানালেও শুধু আশ্বাসে দিয়ে গেলেন। তিনি আরো বলেন আমার বাড়ির সামনে জামে মসজিদ আছে তবে রাস্তা রাস্তা ভেঙ্গে খালের ভিতরে চলে যাচ্ছে কিন্তু সংস্কার করেনি। ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য কাজী আলমগীর হোসেন তার সাথে কথা বললে তিনি জানায় কিছুদিন আগে রাস্তার সংস্কারের কাজ চলছে। তবে সরকার যে স্থানে রাস্তা বাজেট পাস করে করেছে আমি সেখানে করেছি। এ বিষয়ে লতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার তিনি বলেন পরবর্তীতে বাজেট আসলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসী ও জনসাধারণের কথা ভেবে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা অতীব জরুরী বলে মনে করেন স্থানীয় মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST