নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনের দক্ষিণ পাশে হাজী কোরপ আলী কলেজের সামনে রেললাইন পারাপারের রাস্তাটি সংস্কারের অভাবে প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন পারপার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার উভয়পাশে বালি মাটি রাখা হয়েছে। বর্ধিত দুই পাশে রাস্তা না থাকায় সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় পথচারী, যাত্রী ও স্কুল কলেজ শিক্ষার্থীদের।
ভ্যানচালক মতি জানান, রাস্তার রেল লাইনের যে পাত রয়েছে তার সাথে রাস্তা উচ্চতা ঠিক ভাবে করা হয়নি শুধু মাটি ফেলে রেখেছেন যার জন্য হালকা যান মোটরসাইকেল যেতে পারে কিন্তু তিন চাকা এবং আর সব যানবাহন যেতে পারেনা। চলন্ত ভ্যান ও অটো গাড়ি গুলোকে নেমে ধাক্কা দিয়ে পার করতে হয়।
যাতায়াতকৃত যাত্রীসহ এলাকাবাসী ওই রেল ক্রসিংয়ের উভয়পাশে দ্রুত রাস্তার সংস্কার দাবি জানিয়েছেন।