ঢাকাFriday , 3 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত হলেন হেফাজত নেতা-মামুনুল হক।

Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছেন।শুক্রবার বেলা প্রায় ১১টার দিকে মামুনুল হক কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন।এসময় কারা ফটকের সামনে হেফাজত ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।তিনি জানান-মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে।সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার(২ রা মে)উচ্চ আদালত হতে জামিন পান এবং বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।শুক্রবার সকালে জামিনের সকল কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়।সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়।প্রসঙ্গতঃ২০২১ সালের ৩ রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে অবরুদ্ধ করেন। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা খবর পেয়ে এসে সোনারগাঁ রয়েল রিসোর্ট ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান।৩০ শে এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী।১৮ই এপ্রিল মোহাম্মদপুরের মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।কিন্তু মামুনুল হক দাবি করেছিলেন-সোনারগাঁ রয়েল রিসোর্টে সঙ্গে থাকা নারী তার ২য় স্ত্রী। এমন দাবীর স্বপক্ষে মামুনুল হক এখনো পর্যন্ত কোন দালিলিক প্রমান আদালতে উপস্থাপন করতে পারেন নাই।এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়।সেই থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST