মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় একই সময় ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন হত্যার ঘটনায় দুইটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ওই মামলায় ১০জন আসামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পৃথকভাবে অভিযান চালিয়ে থানা পুলিশও র্যাব তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন। গ্রেফতারকৃতরা মো. ফয়সাল তালুকদার-(৩০), মো. রবিউল তালুকদার-(২০), অমিত তালুকদার-(২২), সম্রাট তালুকদার-(১৯), মাহাবুব আলম মুকুল বেপারী-(৪৫), মো. বেলায়েত মৃধা-(৪৮)সহ ১০জন।
র্যাব ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে এবং মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ ও র্যাব-১ সিপিএসসির যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে একই সময় উপজেলার ও দেশের বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় ওই আসামীদের গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় থানায় দুইটি হত্যা মামলা হয়েছে।