ঢাকাSunday , 12 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালকিনিতে ছাত্রদল-বিএনপির সংঘর্ষ ॥ আহত-৭-

    দেশ চ্যানেল
    January 12, 2025 11:35 am
    Link Copied!

    মাদারীপুর প্রতিনিধিঃ

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি তরা হয়েছে। এদিকে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন মহল। আজ রোববার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, স্বপন মোল্লা, রিপন খান, মিজান তালুকদার, মিলন সরদার, কাইয়ুম হাওলাদার, জুলহাস হাওলাদার, আকবার আলী দিপু, সুজন সরদার ও লিটন বোপারী প্রমুখ।

    রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েক জনের ওপরে হামলা চালায়। পরে আমি ও বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আক্তার বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুয়েল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত মোতায়ন করা হয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST