ঢাকাThursday , 14 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালকিনিতে বিএনপির কর্মির উপর বোমা হামলা! আহত-২-

    দেশ চ্যানেল
    November 14, 2024 12:07 pm
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মিসভার প্রস্তুতিমূলক আলোচনায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মিদের উপর বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় বিএনপির দুই জন কর্মী গুরুত্বর আহত হন।

    আজ(১৪ নবেম্বর) বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। ঘটনা স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন রয়েছে।

    জানা যায়, উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়া পরিষদের কর্মিসভা সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার প্রস্তুতিমুলক আলোচনা সভায় দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রওনা দিয়ে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্তকিত অর্ধশত বোমা হামলা করে। এসময় শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে সুজন সরদার(৩২) ও উত্তর কৃষ্ণনগর এলাকার মফি বেপারীর ছেলে শামিম বেপারী(২৮) নামে দুইজন বিএনপির সমর্থক গুরুত্বর আহত হন এবং বিএনপির নেতাকর্মীর ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

    খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। পুরো এলাকা থমথমে বিরাজ করতেছে। ঘটনা স্থানে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন রয়েছে।

    উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরু বেপারী বলেন,আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সভার প্রস্তুতি মুলক আলোচনার জন্য উপজেলার আলিনগর ইউনিয়নে ফাসিয়াতলা বাজার যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম মৃধা, সুমন মৃধা, কামাল মৃধা, রিফাত বেপারী, আলিম বেপারী, চান্দু মৃধা ও হেলাল খা সহ প্রায় ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের উপর অতর্কিত বোমা হামলা করে। এসময় বিএনপির দুজন নেতা বোমায় গুরুত্বর আহত হন। আমি নিজেই বাদি হয়ে থানায় করব।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থান পরিদর্শন করেছি।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST