ঢাকাThursday , 24 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বোনের ইভটিজিং এর বাঁধা দেয়ায় ভাইকে হত্যার হুমকি।

দেশ চ্যানেল
July 24, 2025 11:56 am
Link Copied!

মো. আতিকুর রহমান আজাদ,মাদারীপুর,প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে বোনের ইভটিজিং এর বাঁধা দেয়ায় ভাইকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী বখাঁটে। এদিকে এই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই বখাটেদের নামে থানায় সাধারন ডায়েরি ও অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে ওই বখাটেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে ওই ভূক্তভোগী পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশ ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে,উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসার নারী শিক্ষার্থীদের বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে স্থানীয় প্রভাবশালী বেশ কয়েকজন বখাটে। এ ইভটিজিং এর ঘটনায় ভূক্তভোগী এক নারী শিক্ষার্থীর ভাই বাঁধা প্রদান করেন। এতে করে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর ভাই সায়েমকে গত সোমবার দুপুরে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছেন ওই বখাটেরা। এই ঘটনায় আহত সায়েম হোসেন বাদি হয়ে সাকিল মৃধা, আসাদ ঢালী, জীবন আকন ও হাসানাত বেপারীর নামে থানায় একটি সাধারন ডায়রি করেছেন। এবং একই ঘটনাকে কেন্দ্র করে ওই মাদ্রাসার শিক্ষক মো: রফিকুল ইসলাম বাদি হয়ে ওই জিডির আসামীসহ নাইম, হানিফ, তৌফিক ও সাবিতসহ আট জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ। এদিকে ওই বখাটেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

ভূক্তভোগী সায়েম বলেন, আমার বোনকে ইভটিজিং করে আসছে স্থানীয় বখাটেরা। এতে আমি বাঁধা দিলে আমাকে মারধর করেন এবং আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে তারা। তাই আমি সাকিল মৃধা, আসাদ ঢালী, জীবন আকন ও হাসানাত বেপারীর নামে থানায় একটি সাধারন ডায়রি করেছি।

শিক্ষক মো: রফিকুল ইসলাম বলেন, ইভটিজিং এ বাঁধা প্রদান করেন সায়েম। এতে ক্ষিপ্ত হয়ে সায়েমকে মারধর ও হত্যার হুমকি দেন বখাটেরা। এ ঘটনায় সায়েমের দায়ের করা জিডির আসামীসহ নাইম, হানিফ, তৌফিক ও সাবিতসহ আট জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমরা বখাটেদের গ্রেফতার ও বিচার দাবি করছি।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও সাধারন ডায়রি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফ উল আরেফীন বলেন, বখাঁটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST