ঢাকাFriday , 31 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের দাফন সম্পন্ন।

দেশ চ্যানেল
January 31, 2025 11:25 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ(৩১ জানুয়ারি) শুক্রবার বাদ জুম্মা কালকিনি পৌর এলাকার গোপালপুর হাটের ফুটবল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মাদারীপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুন সুর, এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন শেষে দক্ষিন গোপালপুর কাজীবাড়ীর সামনে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী সেলিম জাতীসংঘের সাবেক আঞ্চলিক ভোটারস্ শিক্ষা সংক্রান্ত ও প্রদেশিক সমন্বয়কারী ও উপদেষ্ঠা,কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, মাদারীপুর জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মৃত্যুবরণ করেন। মরহুম কাজী আব্দুস সবুর অবিবাহিত ছিলেন। মৃত্যর সময় অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST