আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
জমি জমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. শহিদুল রাড়ী-(৩২) নামে এক অসহায় পরিবারের ওপর প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ হামলার ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে পুনরায় ওই প্রভাবশালী মহল অসহায় শহিদুল রাড়ীর পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে দাবী করেছেন ভূক্তভোগী পরিবার। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন নারী পুরুষ। আহতদেরকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। আজ শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অপরদিকে কয়েকদফা হামলার শিকার হওয়া ওই অসহায় পরিবারটি এখন চরম আতঙ্কে রয়েছে।
এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার উত্তর উরারচর গ্রামের হাতেম আলী রাড়ির সঙ্গে একই গ্রামের মো. আজিজুল মুন্সীর জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে প্রথমে হাতেম আলীর ছেলে মো. শহিদুল রাড়ীর ওপরে আজিজুলের নেতৃত্বে নাজমুল, ইব্রাহীম, নাহিদসহ বেশ কয়েকজন মিলে হামলা চালায়। হামালার ঘটনায় আহত শহিদুলের মা কমলা বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরে পুনরায় ইব্রাহীম মাল, লিমন মাল, নাহিদ মুন্সিসহ বেশ কয়েকজন মিলে শহিদুলের পরিবারের ওপর হামলা চালায়। এসময় আহত হয় শহিদুলের ভাবী কামরুন্নাহারসহ কমপক্ষে চারজন নারী পুরুষ। আহতদেরকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শহিদুল রাড়ী বলেন, আমার ওপরে আজিজুলের নেতৃত্বে নাজমুল, ইব্রাহীম, নাহিদসহ বেশ কয়েকজন মিলে হামলা চালায়। আমার মা তাদের নামে থানায় অভিযোগ দিলে ফের আমার পরিবারের লোকজনের ওপর হামলা চালায় ইব্রাহীম মাল, লিমন মাল, নাহিদ মুন্সিসহ বেশ কয়েকজন। আমরা তাদের নামে মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহল রানা বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।