মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কালকিনি থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড উত্তর রাজদী গ্রামের কাঠেরপুল সালাম বেপারীর ডেকরেটর দোকানের সামনের থেকে আটক করেন।
কালকিনি থানার এসআই মো. সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় মুহূর্তে হাতেনাতে আটক করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বেল্লাল কাজী দীর্ঘদিন যাবত কালকিনি উপজেলা সহ আশেপাশের এলাকাতেও মাদক বিক্রি করেন আসছেন। আটককৃত বেল্লাল কাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের কেরামত কাজীর ছেলে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা জানান বেল্লালের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।