মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজী-(৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার গভীররাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ফরাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁতীলীগ নেতা রেজাউল ফরাজী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকে। বিভিন্ন সময় বর্তমান সরকার বিরোধী কর্মকান্ড এবং উসকানি মুলক তথ্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আসছেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

