এসএম শাহাদাত সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অবশেষে মোঃ আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির একটি লিখিত পত্রের মাধ্যমে জানাগেছে, বিদ্যালয়ের নীতিমারা পরিপন্থী বিভিন্ন কার্যাবলী ( আর্থিক ও প্রশাসনিক), ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, ব্যর্থতা, অবাধ্যতা এবং ম্যানেজিং কমিটিকে চরমভাবে অবমাননা করার কারণে ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা -২০০৯ এর ৪৬ ধারার ৬ এর উপধারা অনুযায়ী সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির ১২ তম সভায় সর্ব সম্মতিক্রমে সাময়িক এ বরখাস্তাদেশের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম এর বিরুদ্ধে ইতিপূর্বে বিদ্যাপীঠের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।