রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মদাতী ইউপির উত্তর মুশরত মদাতী মৌজাস্থ আলহাজ্ব মনির উদ্দিন দরবেশ (রহঃ) “মাজার শরীফ” সংলগ্ন ০৫ গজ উত্তরে ফাকা জায়গা হইতে ০১। মোঃ সাদেকুল ইসলাম(৪৩),পিতা-মৃত মনছুর আলী, মাতা-মৃত ময়না বেগম, সাং-নতুন কইটারী,০৪নং ওযার্ড, ইউপি-মদাতী,০২। মোঃ আব্দুল হাকিম(৫২),পিতা-মৃত আজগার আলী, মাতা-মৃত ছালেহা খাতুন, সাং-কৈটারী, ০৪নং ওযার্ড, ইউপি-মদাতী,০৩। মোঃ আব্দুল হামিদ (৬১),পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-উত্তর মুশরত মদাতী, ০৬নং ওযার্ড,ইউপি-মদাতী,০৪। মোছাঃ রাজিয়া(৩৬),স্বামী-মোঃ জাকির হোসেন,মাতা-মৃত করিমন নেছা,সাং-গাগলারপাড়, ০৫নং ওয়ার্ড, ইউপি-মদাতী, ০৫। মোঃ মনিরুল ইসলাম(২৮),পিতা-মৃত দুলাল মিয়া, মাতা-মোছাঃ মহিতন নেছা,সাং-সতিরপাড়,০৩নং ওযার্ড,ইউপি-চন্দ্রপুর,সকলের থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট গনকে ৫৫(পঞ্চান্ন) বোতল ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করা কালীন ইং ১৪/০১/২০২৪ খ্রিঃ সময় ২২.৩০ ঘটিকায় হাতেনাতে ধৃত করা হয়।এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর প্রস্তুতি চলছে।
অভিযানকারীঃ এসআই (নিঃ)/ এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার, এসআই(নিঃ)/নিজাম-উদ-দৌলা, এএসআই (নিঃ)/আঃ বারী সরকার,কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া,কং-৭০৫/ রবিউল ইসলাম,কং/১৭৬ আশরাফুল ইসলাম,কং-৪৮৭/মোঃ রেজাউল ইসলাম,কং/৪৭৯ মোঃ ময়েজ উদ্দিন নারী কং/২০৪ মোছাঃ পারভিন আক্তার সকলেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট।