ঢাকাThursday , 14 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালিয়ায় ধানক্ষেতে শিশুর লাশ উদ্ধার।

    দেশ চ্যানেল
    November 14, 2024 5:23 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি নড়াইল

    নড়াইলের কালিয়ায় হামিদা(৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার।

    বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নিহতের বাড়ির উত্তর পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিবার। নিহত ওই শিশুর নাম হামিদা খানম (৬)। সে কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিহত হামিদাদের বাড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৃর্বৃত্তদের ধরতে ‘খুর চালান’(অপতদবীর) দিতে চান হামিদার পরিবারের লোকজন। বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওইদিন দুপুর ২ টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এসময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা। পরে বিকেল ৪ টার দিকে তাঁকে খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশেপাশে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজন সন্দেহ বাড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি উত্তর পাশে একটি ধান খেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় রশি দিয়ে তাঁর হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবার ও স্থানীয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা তদন্ত করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST