ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালিহাতীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার।

    দেশ চ্যানেল
    December 22, 2024 10:45 am
    Link Copied!

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুিতকালে পিকআপসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।  শনিবার দিবাগত রাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।  এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া  গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ,  টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া, ভূঞাপুর উপজেলার গাব সারা ইউনিয়নের উত্তর চরবাহারী এলাকার রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি,  নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি। রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারি পুলিশ সুপার এ তথ্য জানায়।

    কালিহাতী সার্কেল এ এস পি আব্দুল্লাহ আল ইমরান জানান, ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ ( ওসি)  আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা – টাঙ্গাইল – যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে  ট্রাকসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে।  এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র চাপাতি, হাতুড়ি,লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।

    পুলিশের এ এসপি আব্দুল্লাহ আল ইমরান আরও জানান “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST