ঢাকাSunday , 8 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে ফাইভস্টার ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান।

দেশ চ্যানেল
December 8, 2024 1:12 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের জয়নাবাড়ি(সিংনা কুটুরিয়া) গ্রামে ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

৮ ডিসেম্বর রবিবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালানা করা হয়। এসময় ইটভাটায় জ¦ালানি হিসেবে বনের গাছ ও কাঠ ব্যবহার করার অপরাধে ভাটার মালিক লিটন মিয়াকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, উপজেলার কোকডোহরা ইউনিয়নের জয়নাবাড়ি কুটুরিয়া গ্রামে অবস্থিত ফাইভস্টার ব্রিকস নামের এক ইটভাটায় পরিবেশের তোয়াক্কা না করে বনের গাছ ও কাঠ পুড়ছে। এমন খবরে সাংবাদিকরা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ”ইটভাটায় পুড়ছে বনের কাঠ,নজরদারী নেই প্রশাসনের ”হেড লাইনে সংবাদ প্রকাশ করে। সংবাদটি দ্রæত কালিহাতী উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রোববার দুপরে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহাদত হুসেইন ”ইটভাটার মালিককে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মিয়া মাহমুদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

অভিযানশেষে, কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহাদত হুসেইন জানান,এ উপজেলার কোন ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়াতে পারবে না। কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানোর চেষ্ঠা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, কেউ যদি অবৈধ ভাবে কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়ে ইট পোড়ায় তাহলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST