ঢাকাSaturday , 9 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালীগঞ্জে অভিনব কৌশলে ফেন্সিডিল পরিবহন কালে এক নারী আটক

    দেশ চ্যানেল
    September 9, 2023 10:37 pm
    Link Copied!

    রশিদুল ইসলাম
    কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

    লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এর সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই আলামিন এর নেতৃত্বে মনি বেগম ঝুনু (৩০) নামের বোরকা পরিহিত এক নারীকে আটক করেন।
    এ সময় তার স্বীকারোক্তি মতে শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

    শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর এলাকা থেকে তাকে আটক করা হয় ।

    আটককৃত ওই নারীর কোলে একটি বাচ্চাও রয়েছে সে দিনাজপুর হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর রাজধানীর মোড় এলাকার আব্দুল আলিমের স্ত্রী এবং মৃত আঃ সোবাহানের মেয়ে।

    জানা গেছে, বোরকা পড়া ছদ্দবেশী ওই নারী ফেন্সিডিল নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই আলামিন নারী কনস্টোবলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোরকা পরিহিত ওই নারীকে দলগ্রাম কৃষ্ণকিশোর এলাকা থেকে আটক করেন।

    এসময় নারী কনস্টোবল দিয়ে আটককৃত ওই নারীর দেহ তল্লাশি করে শরীরে বাধা অবস্থায় হলুদ রংয়ের ওড়না দ্বারা পেচানো ৩০ বোতল ও দুই পায়ের রানে বাধা ২০ বোতলসহ মোট ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।

    এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১০। তিনি আরও জানান, মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST