রশিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুটি মুদি দোকানসহ একটি ধানের গোডাউনে আগুন লেগে ছাই হয়েছে তিন ব্যবসায়ীর স্বপ্ন।শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাদুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, এমদাদুল হক, শফিকুল ইসলাম এবং গোডাউন মালিক আনোয়ার হোসেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিলেও ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে, দোকানের ভিতর থেকে কোন মালামাল উদ্ধার করতে পারিনি। আগুনে তাদের দুই দোকানে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এমদাদুল হক বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে দোকানের ব্যবসা চালিয়েছি । আগুনে পুড়ে আমার সব শেষ এখন কীভাবে ঋণ শোধ করব জানি না।
ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আগুনে আমার ঘরসহ ৪০ মন ধান এবং ১০ মন ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার আবু তাহের আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটা দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।