রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি-
লালমনিরহাটে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে বীভৎস নির্যাতনকারী চক্রটির মূল হোতাসহ কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে নির্যাতনের শিকার সেই যুবককে আবারও নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার কামড়ে ওই যুবকের কানের একাংশ ছিঁড়ে নেওয়ার পাশাপাশি শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।
গত রবিবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী লতাবর গ্রামে এই ঘটনা ঘটে। দ্বিতীয় দফা নির্যাতনের শিকার সুমন মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার যুবক সুমন মিয়া জানান, রবিবার রাতেই মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির গতকাল সোমবার সন্ধ্যায় দাবি করেন, এখনো তিনি লিখিত অভিযোগ পাননি।
ভুক্তভোগীর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন ওই যুবকের পথরোধ করে মারধর করতে থাকেন। এক পর্যায়ে মিলন কামড়ে তাঁর কানের একাংশ ছিঁড়ে ফেলেন এবং তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান।
তখন ওই যুবক চিৎকার দিলে কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অপরদিকে নির্যাতনের শিকার যুবক হামলা চালিয়েছেন দাবি করে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলন। তবে গতকাল খোঁজ নিয়ে তাঁকে হাসপাতালে পাওয়া যায়নি। তার দাবি সে চাপারহাট হতে ফেরার পথে সুমন তাকে রাস্তায় পথরোধ করে মারধর করে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। এমন ঘটনায়ও একটি অভিযোগ দায়ের করেছেন মিলন।