রশিদুল ইসলাম কালিগন্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুল হক (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত কলেজ শিক্ষক সামসুল হক চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামান এর ছেলে ও কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
আজ ২৮ শে জুন (শুক্রবার) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ীর ক্যাবল মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতা বশত ক্যাবল ছিড়ে যায়, এবং সেই ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।