ঢাকাSunday , 22 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালীগঞ্জে মেছো বাঘ হত্যা: গ্রেফতার ২ জন।

    দেশ চ্যানেল
    December 22, 2024 10:44 am
    Link Copied!

    মোঃ জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি

    ঝিনাইদহের কালীগঞ্জে মেছো বাঘ হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্র ধরে যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৩৫) এবং সদর উপজেলার খড়াশুনি গ্রামের মোশারফ হোসেন (৬০), যিনি নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্ট্যান্ডের স্টার্টার।

    গেল ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মৃত প্রাণীটি ইজিবাইক চালক জাহিদুল ইসলাম নলডাঙ্গা বাজারে নিয়ে আসেন। বাজারে উপস্থিত কয়েকজন মৃত বিড়ালটিকে একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে গলায় ফুলের মালা দিয়ে সাজায়। বিড়ালের মুখে সিগারেট রেখে সামনে চায়ের কাপ রেখে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

    এ ঘটনার ভিডিও দেখে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে কালীগঞ্জ থানায় দুটি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    কাদিপুর এলাকার জামে মসজিদের ইমাম নূর ইসলাম জানান, তিনি ভোরে নামাজ শেষে ফেরার পথে বিড়ালটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ধারণা, রাতে কোনো চলন্ত যানবাহনের ধাক্কায় প্রাণীটি মারা যায়। পরে ইজিবাইক চালকরা সেটি বাজারে নিয়ে আসে।

    স্থানীয়রা জানান, ঘটনাটি ভাইরাল করার উদ্দেশ্যেই মৃত প্রাণীটিকে সাজিয়ে ছবি তোলা হয়। তবে এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

    যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “এটি শুধু একটি প্রাণীর হত্যার ঘটনা নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।”

    কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    এদিকে, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক আদনান মীম বলেন, “আমরা এই ঘটনার গভীর তদন্ত করছি এবং স্থানীয় জনগণকে সচেতন করার জন্য সভা করেছি।”

    আঞ্চলিক বন সংরক্ষক কর্মকর্তা জহির আকন বলেন, “এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST