ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙ্গা।

    দেশ চ্যানেল
    August 27, 2024 1:39 pm
    Link Copied!

    জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

    শুনতেই বোঝা যায় তাল গাছ তালের সাথে কোন না কোন সম্পর্ক রয়েছে। তালের ডোঙ্গা অথ্যাৎ তাল গাছ থেকে তৈরী ছোট নৌকা নামে এক সময় পরিচিত ছিলো। ডোঙ্গা শব্দের মূল উৎপত্তি হয়েছে ডিঙ্গি থেকে। ডিঙ্গি অর্থ ছোট। তালের ডোঙ্গা মূলত নির্মান করা হয় তাল গাছ থেকে। এক সময় ঝিনাইদহের কোটচাঁদপুর অঞ্চলে অধিকাংশ বিল ও হাওর এলাকায় প্রচুর তালের ডোঙ্গা দেখা যেত, কিন্তু কালের স্রোতে বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে তালের ডোঙ্গা আজ বিলুপ্তির পথে। এক সময় কোটচাঁদপুরের কপোতাক্ষ নদ, চিত্রা নদী, বলুহর, জয়দিয়া, কুশনা বাওড়সহ সবকটি খাল বিলে গ্রামের মানুষের মাছ ধরার প্রধান বাহন ছিল এই তালের ডোঙ্গা।

    বিজ্ঞাপন

    মূলত তালের ডোঙ্গা ব্যবহার করা হতো মাছ ধরা, শাপলা তোলা, শামুক সংগ্রহ সাঁকোবিহীন কোন বিল পার হওয়ার জন্য। বিশেষ করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের বিভিন্ন নদী, বাওড়, খাল বিলে এখন আর তালের ডোঙ্গা দেখা যায় না। তবে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুরে হঠাৎ কানে ভেসে আসে খত খত শব্দ । ঘুরে তাকিয়ে দেখি লম্বা কালো মাটিতে পড়ে আছে। এক মাথা মোটা অন্য মাথা চিকন। লম্বা বাশের সাথে সাদা রংয়ের রশি বেধে একজন ব্যাক্তি মোটা মাথার দিকে খত খত শব্দ করে কি যেন করছে। কাছে গিয়ে দেখি তালের ডোঙ্গা তৈরি করছে মিস্ত্রী আতিয়ার রহমান, তার হাতে থাকা হাতুড়ি, বাটালি আর বাইশের সাহায্যে। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক বছর ধরেই এই ডোঙ্গা তৈরির কাজ করে আসছি। এই গ্রামে শুধু আমিই তালের ডোঙ্গা তৈরী করতে পারি। তিনি আরো বলেন, বর্তমান যুগের সন্তানরা তো এখন তালের ডোঙ্গা কি সেটা চিনে না। তবে প্রবীনরা বলেন এখনো বর্ষা মৌসুমে আমরা তালের ডোঙ্গার প্রয়োজনীয়তা অনুধাবন করি। আমি তালের ডোঙ্গা নির্মাতা হওয়ায় এলাকার মানুষ তার কাছে ডোঙ্গা তৈরীর জন্য আসতো। তার কাছ থেকে জানা যায়, তাল গাছের অধিক্যতার কারনে এই এলাকায় ডোঙ্গা নির্মান কাজ সহজ ছিলো, ডোঙ্গা তৈরীর কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করতো। নানা প্রতিবন্ধকতার কারনে তালের ডোঙ্গা নির্মাতারা হারিয়ে গেছে, সেই সাথে হারিয়ে গেছে তালের ডোঙ্গাও। বর্তমানে দেশের তালের ডোঙ্গা নির্মান হয় না বললেই চলে । মিস্ত্রী আতিয়ার রহমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ডোঙ্গা টিকিয়ে রাখতে নদী খনন করতে হবে। তালের ডোঙ্গা পরিবেশ বান্ধব ও সহজ নৌযান। এ ধরনের নৌযান টিকিয়ে রাখার জন্য সরকারি উদ্দ্যোগ খুবই প্রয়োজন। না হলে নতুন প্রজন্মের সন্তানরা তালের ডোঙ্গা আর চিনবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST