ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কিশোরের আত্মহত্যা, মোবাইল আসক্তিই কারণ। 

দেশ চ্যানেল
March 20, 2025 10:17 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে মায়ের বকুনির পর মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে নিজ শয়নকক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে মো. জিহাদ (১৬)।

নিহত জিহাদ মৃত ফারুক হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা নিয়ে তার মায়ের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ধারণা করা হচ্ছে, এ কারণে সে হতাশায় পড়ে এমন চরম সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন সকালে প্রথমে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হওয়া জরুরি, বিশেষত মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST