মাসুদ রানা বাশার, আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, লাইজু বেগমের সঙ্গে ফরহাদ ইসলামের বিবাহের তিন বছর আগে বিচ্ছেদ হয়। গতকাল সকালে লাইজু বেগম ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে, ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নের উড়শিতলা মেইন রাস্তায় আসেন। এসময় লাইজুর পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ফরহাদকে আটক করে মারধর করে, মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়।
পরে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯) মোঃ গলি হাওলাদার (১৯)
তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।