আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে রৌমারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন , জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি অধিনায়ক (সিও) ল্যাফঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসি।
গতকাল ২৪ সেপ্টেম্বর (বুধবার) সাড়ে ১২টার দিকে তিনি রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মোঃ ইমাম হাসান ও রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল বিজিবি ফোর্সদের নির্দেশনা প্রদান করেন। এবং আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।
বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে রৌমারী সার্বজনীন কালী মন্দিরের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সার্বিক সহযোগিতা পাচ্ছি। এখানে সবাই মিলেই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক বলেন, উপজেলায় আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি নিয়মিত পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।