ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে (সংসদীয় আসন-৩) জাল ভোট দেওয়ার অপরাধে মাহতাব হোসেন রুদ্র (২২) নামে এক তরুণকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে কেন্দ্রে থাকা প্রিসাইডিং অফিসারকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মন্ডলের হাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এবং উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্ত মাহতাব হোসেন রুদ্র বুড়াবুড়ি ইউনিয়নের রামেশ্বর শর্মা গ্রামের বাসিন্দা ও মন্ডলের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিদুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, অভিযুক্ত মাহতাব হোসেন রুদ্র দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। এরপর তিনি কেন্দ্রের বাইরে গিয়ে আবারও ফিরে আসেন। ভোটকক্ষে থাকা পোলিং অফিসার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তারা রুদ্রকে আটক করে। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত আদালত ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড) প্রদান করে। আদালতের বরাতে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান বলেন,সামারি ট্রায়ালের মাধ্যমে অভিযুক্তকে সাজা দেওয়া হয়েছে।