ঢাকাWednesday , 13 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কৃষকের হাত বদলেই সবজির দাম বাড়ে কেজিতে ৪০-৫০ টাকা।

    দেশ চ্যানেল
    November 13, 2024 3:26 pm
    Link Copied!

    মোঃ মাহবুব আলম শাওন বদলগাছী উপজেলা প্রতিনিধি

    শস্যভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ, আর নওগাঁর বদলগাছীতে শীতের আগাম সবজির চাষ হয়েছে।আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। আবার কেউ কেউ আগাম ফুলকপি, বাঁধাকপি, শিম, পটল, পালং শাক, লাল শাক ও মূলা বাজারে নিয়ে আসছে।কৃষকরা ভালো দাম পাচ্ছে।কিন্তু কৃষকের হাত বদলেই প্রতি কেজি শিম ৫০ আর মরিচ ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

    আজ বুধবার (১৩নভেম্বর) সকাল সাতটায় এবং বেলা সাড়ে তিনটায় বদলগাছী হাটখোলা বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে কৃষকের হাত থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ ১১০ টাকা, শিম ৮০ টাকায় কিনে একই বাজারে ১৬০ টাকা মরিচ আর ১২০ টাকায় শিম বিক্রি করছেন।

    এভাবে এক হাত ঘুরেই প্রতিটি সবজির দাম বেড়ে যায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। পটল ৩২, মূলা ৩৩, লাল শাক ২০, পালং শাক ২৫, বেগুন ৪০, আর লাউ ২৫ টাকা পাইকারিতে কৃষকের কাছ থেকে কিনে পটল ৪০, মূলা ৫০, লাল শাক ৪০, পালংশাক ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

    এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ ভোক্তা কেউ কেউ অভিযোগ করছেন, বাজারে তদারকি নেই বলে এই অরাজকতা। কৃষকের হাত বদলেই কেজিতে ৪০-৫০ টাকা বেশি দাম মানতে পারছেন না ক্রেতারা। তারা বাজার মনিটরিংয়ের দাবি জানান।

    উপজেলার সেনপাড়া গ্রামের কৃষক বাবু ২ মণ পটল নিয়ে এসেছেন বাজারে। প্রতি কেজি ৩২ টাকা ধরে বিক্রি করেন। পারিচা গ্রামের কৃষক আনোয়ার হোসেন তিন মণ মুলা ৩৩ টাকা কেজি দরে বিক্রি করেন। তারা দাম ভালো পেয়েছেন বলে জানান।

    কিন্তু তাদের কাছ থেকে নিয়ে দ্বিতীয় প্রায় দ্বিগুণ দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান দেশ চ্যানেলকে বলেন, ‘বাজারে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST