যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-
রামগড় উপজেলায় কৃষি পণ্য পেঁয়াজের কৃত্রিম সংকট রোধে রামগড় ও সোনাইপুল বাজারে ১২ টি দোকানে অভিযান চালিয়ে ৩,০৫০০০/-( তিন লক্ষ পাঁচ হাজার) টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
১১ ডিসেম্বর সকাল১১টা থেকে সন্ধ্যা ৫ টার মধ্যে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী রামগড় ও সোনাইপুল বাজারে ১২টি দোকানে -উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।তিনি পাইকারি ও খুচরা দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন সাধারণ ভোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি বৃন্দ।কৃষি পণ্য পেঁয়াজের কৃত্রিম সংকট রোধে এই অভিযান চালানে হয় এবং সরবরাহ পর্যাপ্ত থাকার সত্ত্বে কৃত্রিম সংকট তৈরি করে ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত ও উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, খুচরা ও পাইকারি ১২ টি দোকানের বিক্রেতাকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। তাই পেঁয়াজের কার্যক্রম সংকট রোধে মোবাইল কোর্ট পরিচালনা করায় এবং আইনের কার্যকরী
ব্যবস্থা নেওয়ায় জনমতে স্বস্তি দেখা যার। আর এই ব্যবস্থা গ্রহণেরন জন্য রামগড় উপজেলা প্রশাসককে সাধুবাদ জানাচ্ছে সাধারণ জনগন।
উল্লেখ করেন যে -বাজারে পণ্য দাম নিয়ন্ত্রেণ করার জন্য ভ্রাম্যমাণ আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা রাখেন। জরিমানাকৃত কার্যদিবসে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগার জমা রাখা হবে।