ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করলেন অধ্যাপক মতিয়ার রহমান।

দেশ চ্যানেল
March 20, 2025 1:30 pm
Link Copied!

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া দরিদ্র ৫ পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় সাথে ছিলেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বাইতুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, সাবেক পৌর আমির মাওলানা নজির আহমদ, সাবেক শিবির নেতা আহসান হাবীব শামীম প্রমুখ। অধ্যাপক মতিয়ার রহমান আগুনে পুড়ে নিঃস্ব হওয়া দরিদ্র পরিবার গুলোর খোঁজখবর নেন ও সমবেদনা জানান এবং এই বিপদে ধৈর্য ধারণ করার কথা বলেন । সহযোগিতা হিসেবে পাঁচ পরিবারের পাঁচ বান্ডিল টিন সহ কিছু খাদ্য সামগ্রী প্রদান করেন এবং পর্যায়ক্রমে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য গেল বুধবার (১৯শে মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে কোটচাঁদপুর  পৌর শহরের গাবতলা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ঘরের খাবার, আসবাবপত্র, কাপড়-চোপড় সহ নগদ টাকা সব পুড়ে গেছে। কিছুই আর নেই। পাঁচ পরিবার আগে থেকেই হতদরিদ্র। আগুনে সব পুড়ে গিয়ে এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া দরিদ্র ৫ পরিবারের আর কিছুই নেই। পরিবারের একমাত্র শোবার ঘর আগুনে পুড়ে সবার ঠাই এখন আকাশের নিচে ও প্রতিবেশীদের বাড়িতে। কেমন ক্ষতি হয়েছে এবং কোনো রাজনৈতিক, সামাজিক সংগঠনের কেহ অথবা সহযোগিতা পেয়েছেন কি জানতে চাইলে তারা বলেন, অনেকেই আসছেন সমবেদনা জানাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধুমাত্র জামায়াত ইসলাম থেকে পাঁচ বান্ডিল টিন কিছু খাদ্য সামগ্রী এবং টিএনও অফিস থেকে কিছু খাদ্য সামগ্রী পেয়েছি। আমাদের ঘর, ঘরের আসবাবপত্র রান্নাঘরসহ আগুনে পুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সর্বনিম্ন পরিমাণ ১৮ থেকে ২০ লক্ষ টাকা। এ ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন এ নিয়ে দুঃশ্চিতায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাই রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো ও সমাজের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST