জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশু নিলয় ফাউন্ডেশন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচীর আওতায় কৈশোর মেলা ও গুণীজন সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ফেব্রুয়ারী) এ লক্ষে স্থানীয় ফুলবাড়ী রেলগেট সংলগ্ন রাখালশাহ মাঠে সকাল থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল কৈশোর মেলা, মিনি ম্যারথন দৌড়, সঙ্গীত ও নাচের প্রতিযোগীতা এবং আলোচনা সভা।
প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলী।
এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কোটচাঁদপুর পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব রায়হান চৌধুরী, সাংবাদিক কাজী মৃদুল, কবি মিতুল সাইফ, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
আলোচনা সভার শেষে উপজেলা পর্যায়ে সামাজিক কাজে অবদানের জন্য কোটচাঁদপুর পাইলট মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কালের কণ্ঠ ও গ্রামের কাগজ প্রতিনিধি কাজী মৃদুল, ক্রীড়া ব্যক্তিত্ব রায়হান চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মিতুল সাইফ এর হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশ নেওয়া কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।