ঢাকাSaturday , 9 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কোটচাঁদপুরে সাবেক শিবির নেতা আওয়ামী পুলিশের নির্যাতনে পঙ্গু।

    দেশ চ্যানেল
    November 9, 2024 2:40 pm
    Link Copied!

    মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

    ঝিনাইদহের কোটচাঁদপুরে শিবিরের সাবেক থানা সভাপতি সাদ আহমেদ আওয়ামী পুলিশের নির্যাতনের ফলে পঙ্গু।

    জানা গেছে, তিনি ২০১৩ সালে গ্রেফতার হন ও ৫ দিনের রিমান্ডে ছিলেন এর মধ্যে ৭২ ঘন্টা ঢাকার ইন্টারোগেশন সেলে নেওয়া হয়। তার সাথে তৎকালীন থানা আমীর মাওলানা তাজুল ইসলামও ছিলেন।

    আওয়ামী সরকারের সময় চার বারে গ্রেফতারে মোট ১৮ মাস কারাবন্দী ছিলেন। ২০১৩ সালে ২৮ শে ফেব্রুয়ারী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মিথ্যা মামলায় ফাঁসির রায় দিলে সকল শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ করে শহরের ব্রীজঘাট মোড়ে। সেখানে পুলিশ সাঈদী ভক্ত মানুষের লাঠিচার্জ ও গুলি করে কয়েকজনকে আহত করে। তখন উত্তেজিত জনতা পুলিশের উপর পাল্টা হামলা করে। সেসময় পুলিশের একটি অস্ত্র হারিয়ে যায়। ব্রীজঘাট মোড়ে সাদ আহমেদ এর ব্যবসা প্রতিষ্ঠান থাকায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বায়িত্বশীল হওয়ায় আওয়ামী পুলিশ তাকে গ্রেফতার করে। এবং সাথে মাওলানা তাজুল ইসলামকেও গ্রেফতার করে। দুই জন কে অকথ্য গালিগালাজ ও চরম নির্যাতন করে।

    নির্যাতনে তার মেরুদন্ড ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে মেরুদণ্ড চিকিৎসা চলমান রয়েছে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে। তিনি পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন। তিনি ও তার পরিবার আশংকায় আছেন কখনো স্বাভাবিকভাবে চলতে পারবেন কিনা। মিথ্যা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিচার চায় না শুধু সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন।

    জানা যায়, তিনি ১৯৯৬ সালের কেয়ার টেকার সরকারের জন্য আন্দোলনের নেতা ছিলেন। ২০০০ সালের ইসলামী ছাত্রশিবিরের কোটচাঁদপুর থানা সভাপতি ছিলেন।

    তিনি ২০০২ সাল থেকে ২০১২ পর্যন্ত শ্রমিক কল্যাণ বিভাগের থানা সেক্রেটারির দ্বায়িত্ব পালন করেন। ২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে মোট মামলা ১৮ টি মামলা চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST